Skip to main content

ফুরিয়ে যাওয়া পথের ধুলোয়, দেখি তোমায় সাঝের আলোয় ..

*
সব কিছুই হারিয়ে যায়,শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, 
কোনো কিছুই ঠিক থাকে না আগের মতোই, 
যেমন টা ছিল তাকে পাওয়ার সময় ।
মাঝে মাঝে মনে হয় জগতে সবাই 
আমার কাছে এসেছিলো সময়ের প্রয়োজনে... 
সময় চাইছিল এমন টা হতে,তাই হয়েছে। 
প্রয়োজন শেষ, তাই গায়েব হয়ে গেছে। 
ব্যাপার টা মানিয়ে নিতে 
বেশ সময় লেগেছে আমার..
তবে সুখের বিষয় হলো 
এখন মোটামুটি ভাবে সয়ে গেছে সব। 
তাই জগতের কোনো স্পেশাল কিছুই 
আমার কাছে কোনো স্পেশালিটি পায় না...
নিজে কে স্পেশাল ভাবতে শিখে ফেলাটা 
মস্ত বড় কিছু শিখে ফেলার সমান বলা চলে..!  
জীবনের বড় সার্থকতা এখানেই মনে হয়  এখন।  
নিজেকে স্পেশাল কিছু ভাবতে শিখা। 
পৃথিবীতে সব চাইতে স্পেশাল কে জানো...? 
সেটা হলা তুমি, ইয়েস তুমি নিজে  ... 
কারণ তোমার এক্সিস্টেন্স না থাকলে বাকি সব 
স্পেশাল জিনিস এর স্পেশালিটি অর্থ হীন।  
হুম,তাই নিজেকে স্পেশাল ভাবতে হবে।  
ব্যাপার টা আমার আয়ত্তে চলে এসেছে প্রায়।  
এখন জগত এর সব বিষয়ে ই আমি প্রায় নিজেকে নির্লিপ্ত রাখি,
কোনো কিছুতেই কোনো কিছু এসে যায় না আমার। 
রাজা রাজা ভাব নিয়ে ধুলোবালি মাখা রাস্তায় হাটাহাটি করি!!
একজন রাজা ধুলোবালি ভরা রাস্তায় হাটাহাটি 
করছে ব্যাপার টা কেমন না..!
তারপরেও আমি ক্লান্ত দিনের শেষে যখন 
সন্ধ্যা নামে ঢাকা শহরের রাজ পথে ---------- 
চুপচাপ দাড়িয়ে থাকি , গল্প খুজি, 
গল্প দেখি অজস্র মানুষের চোখেমুখে!! 
মাঝে মাঝে আমাদের নিয়মের বাইরে যাওয়া উচিত.. 
  
সীমা কে অতিক্রম করার ক্ষমতা শুধু মাত্র মানুষকে ই দেওয়া হয়েছে, 
ফেরেশতা রা তা পারে না..! 
  
কিন্তু, তারপরেও মানুষ সর্বশ্রেষ্ঠ জীব!
মানুষকে মাঝে মাঝে ভুল পথে হেটে প্রমাণ দিতে হয় 
যে,, সে মানুষ,ফেরেশতা না!!!