"সহজ কথা তুমি বলতে বলো কি করে আমায় যে ? সহজ কথা যায় না বলা মুখে এতো সহজে !!! " একটা জিনিস প্রায় ই খেয়াল করে দেখেছি আমি । সহজ সহজ কথা গুলা কখনোই সহজ ভাবে বলা হয়ে উঠে না ! বলা যায় না ! সহজ কথা সহজ ভাবে বলতে গেলেই যত বিপত্তি ! আজকাল চেষ্টা করছি টুকটাক । সহজ কথা গুলো জটিলতার বেড়াজাল থেকে বের করে বলে দিতে ! প্রায় ই দেখা যায় ভদ্রতার ক্ষাতিরে বলা হয়ে উঠে না ! কারো কথাবার্তা আপনার ভালো লাগছে না ,তার সাথে মিশতে ইচ্ছা হচ্ছে না । কিন্তু তারপরেও আপনি মিশছেন । দিব্যি হাসি হাসি মুখ করে কথা বলে যাচ্ছেন । সহজ কথা টা আর বলে দেয়া যাচ্ছে না "ভাই তরে ভাল্লাগে না,দুরে যাইয়া মর !" কেনো বলে দিলে এমন কি ক্ষতি ?? ও আপনাকে খারাপ ভাববে? তো ভাবুক ই না । পৃথিবী তে সবার কাছে ফেরেশতা সেজে নিজের জীবন টা কে নরকে পরিণত করার তো কোনো মানে আমি দেখি না ! ফেরেশতা রা তো স্বর্গে থাকবে , তাইলে আপনি কেন নরকে আছেন ? আপনিও তো সমাজের কাছে ফেরেশতার ই সমতুল্য ! এইসব ভাবের ফেরেশতা গিরি ছাড়েন মিয়া !! ফেরেশতা ভাব মনে পুষে রাখুন ,মন শুদ্ধ রাখুন । ফেরেশতা ভাব বাইরে দেখাতে গেলেই যত বিপত্তি । কেন রে ভাই প্রব্লেম কি ... আমি আমার মতো করে কিছুটা দিন বাচি ই না ? কার এতো ক্ষতি তাতে ? আর ক্ষতি হলে হোক । আমি সুন্দর এ জীবন লাভ ক্ষতির অঙ্ক করে কাটিয়ে দিতে চাই না । বাচুন নিজের মতো করে । ১০০দিন মানুষ এর কাছে ফেরেশতা হইয়া নিজে নরকে থেকে বাচার চাইতে নিজের মতো করে একদিন বাচার মাঝেই হয়তো তৃপ্তি টা বেশি পাওয়া যাবে । আপনি প্রকৃত ম্যাচিউরড তখন ই হবেন , যখন " লোকে কি বলবে " এই কথা টা ড্যাম কেয়ার করে রাত্রি যাপন করতে পারবেন ,দিনের আলোয় শব্দ করে লাল চা তে চুমুক দিতে জানবেন । চা শব্দ ছাড়া চুমুক দিয়ে খাওয়া ভদ্রতা । ভেবে দেখেছেন কখনো ? ভদ্রতা আমাদের কি দিয়েছে ? আমি তো দেখি না স্পেশাল কিছু দিয়েছে যে । উলটো নিজেকে সীমাবদ্ধতার বেড়া জালে আটকে ফেলেছি আমরা অতিরিক্ত ভদ্র হতে গিয়ে ! আমি একবার খুব কষ্ট করে সারাদিন জার্নি করে এক জাগায় গিয়েছি দাওয়াত খেতে । তো সোফার বসলাম । কেমন যেনো ঘুম ঘুম পাচ্ছিল ,শরীর এলিয়ে দিয়ে পা হালকা ছড়িয়ে আরাম আরাম ভাব ফিল নিয়ে সোফায় নিজেরে ছেড়ে দিলাম । এদিকে ১০/১৫ সেকেন্ড বাদেই আমার এক সফর সঙ্গি শুভাকাঙ্ক্ষী বললো ..."এভাবে অভদ্রের মত কেউ বসে? শরীর ঠিক করে বস । বাজে লাগছে " । বিষয় টা আমি নিতে পারি নি । এতো ভদ্র কেন হতে হবে ? নিজের মতো করে বাচা টা কি অভদ্রতা ? আমরা সব কিছু কেই বেশি বেশির পর্যায়ে নিয়ে যাচ্ছি । তবে এই সফরে আমি আর সঙ্গি হতে পারলাম না । আমি আমার মতো করেই বাচবো , অভদ্র থাকবো । বাকি সবাই ভদ্রতা কে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাক । আমার যাত্রা এটুকুই !! ভদ্রতার মুখোশ পরে থাকলে দম বন্ধ বন্ধ লাগে আমার ,শ্বাস নিতে পারি না ...
A corner of Computer Science & Engineering related things
Home
4th Semester
Algorithm Design Computer Architecture Database Management System Data Communications Economics5th Semester
Theory of Computation Microprocessor and Assembly Language Engineering Mathematics Sociology Technical Writing and Communications
.