Skip to main content

সহজ কথা যায় না বলা মুখে এতো সহজে !!!

   "সহজ কথা তুমি বলতে বলো 
   কি করে আমায় যে ?
   সহজ কথা যায় না বলা 
   মুখে এতো সহজে  !!!   
   "
  একটা জিনিস প্রায় ই খেয়াল করে দেখেছি আমি । 
  সহজ সহজ কথা গুলা কখনোই সহজ ভাবে বলা হয়ে উঠে  না ! 
  বলা যায় না ! 
  সহজ কথা সহজ ভাবে বলতে গেলেই যত বিপত্তি ! 
  আজকাল চেষ্টা করছি টুকটাক । সহজ কথা গুলো জটিলতার বেড়াজাল থেকে বের করে 
  বলে দিতে ! প্রায় ই দেখা যায় ভদ্রতার ক্ষাতিরে বলা হয়ে উঠে না ! 
  কারো কথাবার্তা আপনার ভালো লাগছে না ,তার সাথে মিশতে ইচ্ছা হচ্ছে না । কিন্তু তারপরেও আপনি 
  মিশছেন । দিব্যি হাসি হাসি মুখ করে কথা বলে যাচ্ছেন ।
  সহজ কথা টা আর বলে দেয়া যাচ্ছে না "ভাই তরে ভাল্লাগে না,দুরে যাইয়া মর !"
  কেনো বলে দিলে এমন কি ক্ষতি ??
  ও আপনাকে খারাপ ভাববে?
  তো ভাবুক ই না ।
  পৃথিবী তে সবার কাছে ফেরেশতা সেজে নিজের জীবন টা কে নরকে 
  পরিণত করার তো কোনো মানে আমি দেখি না ! 
  ফেরেশতা রা তো স্বর্গে থাকবে , তাইলে আপনি কেন নরকে আছেন ? আপনিও তো 
  সমাজের কাছে ফেরেশতার ই সমতুল্য ! 
  এইসব ভাবের ফেরেশতা গিরি ছাড়েন মিয়া !! 
  ফেরেশতা ভাব মনে পুষে রাখুন ,মন শুদ্ধ রাখুন । 
  ফেরেশতা ভাব বাইরে দেখাতে গেলেই যত বিপত্তি । 
  কেন রে ভাই প্রব্লেম কি ... আমি আমার মতো করে কিছুটা দিন বাচি ই না ? 
  কার এতো ক্ষতি তাতে ? আর ক্ষতি হলে হোক । 
  আমি সুন্দর এ জীবন লাভ ক্ষতির অঙ্ক করে কাটিয়ে দিতে চাই না । 
  বাচুন নিজের মতো করে । 
  ১০০দিন মানুষ এর কাছে ফেরেশতা হইয়া নিজে নরকে থেকে বাচার চাইতে নিজের মতো করে 
  একদিন বাচার মাঝেই হয়তো তৃপ্তি টা বেশি পাওয়া যাবে । 
  আপনি প্রকৃত ম্যাচিউরড তখন ই হবেন , যখন " লোকে কি বলবে " 
  এই কথা টা ড্যাম কেয়ার করে রাত্রি যাপন করতে পারবেন ,দিনের আলোয় শব্দ করে লাল চা তে 
  চুমুক দিতে জানবেন । চা শব্দ ছাড়া চুমুক দিয়ে  খাওয়া ভদ্রতা । 
  ভেবে দেখেছেন কখনো ? ভদ্রতা আমাদের কি দিয়েছে ? 
  আমি তো দেখি না স্পেশাল কিছু দিয়েছে যে । উলটো নিজেকে সীমাবদ্ধতার বেড়া জালে আটকে ফেলেছি আমরা 
  অতিরিক্ত ভদ্র হতে গিয়ে ! 
  আমি একবার খুব কষ্ট করে সারাদিন  জার্নি করে এক জাগায় গিয়েছি দাওয়াত খেতে । 
  তো সোফার বসলাম । কেমন যেনো ঘুম ঘুম পাচ্ছিল ,শরীর এলিয়ে দিয়ে পা হালকা ছড়িয়ে 
  আরাম আরাম ভাব ফিল নিয়ে সোফায় নিজেরে ছেড়ে দিলাম । এদিকে ১০/১৫ সেকেন্ড বাদেই আমার 
  এক সফর সঙ্গি শুভাকাঙ্ক্ষী বললো ..."এভাবে অভদ্রের মত কেউ বসে? শরীর ঠিক করে বস । বাজে লাগছে " ।
  বিষয় টা আমি নিতে পারি নি । এতো ভদ্র কেন হতে হবে ? নিজের মতো করে বাচা টা কি অভদ্রতা ? 
  আমরা সব কিছু কেই বেশি বেশির পর্যায়ে নিয়ে যাচ্ছি । 
  তবে এই সফরে আমি আর সঙ্গি হতে পারলাম না । 
  আমি আমার মতো করেই বাচবো , অভদ্র থাকবো । বাকি সবাই ভদ্রতা কে 
  ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাক । 
  আমার যাত্রা এটুকুই !! 
  ভদ্রতার মুখোশ পরে থাকলে দম বন্ধ বন্ধ লাগে আমার ,শ্বাস নিতে পারি না ...