Skip to main content

তিতা সত্যি ...! সব সত্যি ই কি তিতা হয় ? নাহ,কিছু কিছু সত্যি মধুর ও হয়,যেমন আমি বেঁচে আছি ! এর চাইতে মধুরতম সত্যি আর কি হতে পারে !

  .

   জীবন কে আমি যতটা কাছে থেকে দেখেছি,
  মাঝে মাঝে মনে হয় কেউ নিজের মুখটাও এতো কাছে  দেখে নি  থেকে  আয়নায়...
  নিউক্লিয়াস কে ঘিরে চিরকাল আবর্তনরত ইলেকট্রন গুলাও কাছে যেতে পারেনি
  জন্ম জন্মান্তরের আকর্ষণীয় প্রোটনের ...
  থেকে গেছে আবদ্ধ সীমানায় ...
  অতিক্রম করতে পারে নি অরবিট ...
  আমি দুঃখ করে বলছি না, বিন্দু মাত্র দুঃখ নেই মনে ...!
  বলার জন্য বলা...মনে হয়েছে বলা দরকার তাই বলছি ...
  বলছি কই ? লিখছি তো আমি ...
  কাকে বলবো...? এসব কথা শোনার সময় আর ধৈর্য কোনোটাই কারোর নেই...
  আর আমার ও বলার রুচি নেই ,
  নিজেকে ধনী হিসেবেই আত্মপ্রকাশ করার ইচ্ছা মানুষের জন্ম থেকে জন্মান্তরের ...!
  আমি  কেনই বা ব্যতিক্রম হবো...!

  যদিও ব্যতিক্রম হওয়ার ইচ্ছা ক্ষণে ক্ষণেই মাথা চাড়া দিয়ে উঠতে চায়...
  আমি সযত্নে তা লুকিয়ে রাখি,পোষা পাখির মত আগলে রাখি,
  আবার মাঝে মাঝে দুধ-কলাও খাওয়াই ...যেনো গায়ে গতরে আরো বাড়ে...বড় হয়...!

  যা বলছিলাম,আমি সীমানা কে অতিক্রম করেছি...
  গিয়েছি জীবনের খুব কাছে ।
  ততটুকু কাছে...যতটুকু কাছে গেলে ২টা অবজেক্ট কে আলাদা ভাবে ডিফাইন করা যায় না...
  মনে হয় অবজেক্ট একটাই !