Skip to main content

চলো শিখি এইচটি এমএল ...

হঠাত খেয়ালের বসেই এইচ টি এম এল এর উপর ভিডিও টিউটোরিয়াল বানানো শুরু করলাম ! বলে রাখা ভালো,আমি এক্সপার্ট নই । কিছুদিন হলো আমি এইচ টি এম এল শেখা শুরু করেছি , ব্যাপারটা তে অনেক মজা পেয়েছি । হটাত মনে হলো দেখি নিজেকে যাচাই করে দেখি নিজে যতটুকু শিখলাম ততটা অন্য কাউকে বুঝাতে পারি কিনা ! বাংলায় এইচ টি এমেল শেখার জন্য অনেক সোর্স আছে নেটে ,এখানে আমি আমার মতো করে উপস্থাপন করলাম ... এই আর কি ! আর কেউ কাউকে কোনো কিছু ১০০% শিখিয়ে দিতে পারে না । শিখতে হয় নিজের চেষ্টায় । অন্য কেউ শুধুমাত্র রাস্তা দেখাতে পারে !

আর কথা না বাড়িয়ে শুরু করা যাক,এইচ টি এম এল কোর্স এ স্বাগতম...

এখানে দেখানো হয়েছে ভিজুয়াল স্টুডিও কিভাবে ডাউনলোড করতে হবে । আমরা এইচ টি এম এল কোড করতে এটা ইউস করবো...



এখান থেকে লেকচার শুরু